বরগুনায় নিত্যপণ্যের দামে আগুন, পাল্টাপাল্টি দোষারোপ ব্যবসায়ী-ডিলারদের

|

বরগুনার বাজার।

নিত্যপ্রয়োজনীয় প্রায় সব দ্রব্যেরই দাম বেশি বরগুনার বাজারে। আরেক দফা বেড়েছে খোলা সয়াবিন ও মসুরের ডালের দাম। এতে হিমশিম অবস্থা মধ্য ও নিম্নবিত্তের। চাহিদা মাফিক কেনাকাটা করা দূরের কথা ন্যূনতম বাজার করতেই গলদঘর্ম ক্রেতা-ভোক্তারা।

সপ্তাহের ব্যবধানে বরগুনার বাজারে আবারও ঊর্ধ্বমুখী তেল, ডাল, চিনিসহ বেশকিছু নিত্যপণ্যের দাম। লাগামহীন দ্রব্যমূল্যের সাথে কিছুতেই তাল মেলাতে না পেরে হাঁসফাস অবস্থা ক্রেতাদের। খুচরা ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য পণ্যের দাম এক অবস্থায় থাকলেও খোলা সয়াবিন ও মসুরের ডাল ডিলারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, সে কারণে দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ডিলাররা বলছেন, মিলগেটে দাম বাড়ার কারণেই বাজার অনিয়ন্ত্রিত।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ভোজ্যতেল কিনতে হলে বাধ্যতামূলকভাবে কোম্পানিগুলো তাদের পানি, চাপাতি, চালসহ বিভিন্ন ধরনের পণ্য চাপিয়ে দিচ্ছে। এ নিয়ে ডিলাররা বলছেন, কোম্পানির নীতিমালা অনুযায়ী কম বিক্রিত পণ্য চালাতেই এই কৌশল। এক্ষেত্রে কিছুই করার নেই তাদের।

যেকোনো অজুহাতে দাম বৃদ্ধির এই খেলায় হাঁপিয়ে ওঠা ক্রেতা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply