রুশ হামলার পর প্রথম যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের কিয়েভ সফর

|

কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি দল কিয়েভ সফর করলেন।

রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বৈঠকে ইউক্রেনকে সামরিক সহায়তার পাশাপাশি আর্থিক ও কূটনীতিক সহায়তার বিষয়টি আলোচিত হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, কিয়েভকে আরও অস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। এর পাশাপাশি খুব শিগগিরই কিছু মার্কিন কূটনীতিককে ইউক্রেনে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়।

এর আগে ইউক্রেনকে ৮০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যার মধ্যে রয়েছে কামানের মতো ভারি অস্ত্র। রাশিয়ার হামলার পর কিয়েভকে দেয়া মার্কিন অস্ত্র সহায়তা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply