রুশ তেল কোম্পানিকে রক্ষায় এগিয়ে এলো কাতার

|

রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল কোম্পানি রোজনেফট এর একাংশ বেসরকারি খাতে দিয়ে দিতে চায় রুশ সরকার। চীনের তেল কোম্পানি সিইএফসি চায়না এনার্জি চূড়ান্ত করে রেখেছিলো রোজনেফটের ১৪ শতাংশ শেয়ার কিনবে বলে। কিন্তু সম্প্রতি হুট করে চীনের কোম্পানিটি জানিয়ে দেয় তাদের পক্ষে এখন এত বড় চুক্তি করা সম্ভব হচ্ছে না।

মূলত সিইএফসি চায়না এনার্জির চেয়ারম্যানকে ঘিরে আর্থিক কেলেংকারির কারণে প্রতিষ্ঠানটি বেশ চাপের মধ্যে আছে।

ওদিকে আর্থিক সংকটে থাকা রোজনেফটের এখনই একটা অংশ বিক্রি করে দেয়া প্রয়োজন। অন্যথায় বড় ধরনের সংকটে পড়তে পারে প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় রুশ কোম্পানিটিকে রক্ষায় এগিয়ে এলো কাতার।

বৃহস্পতিবার কাতার ইনভেস্টমেন্ট অথোরিটি ঘোষণা দিয়েছে, তারা রোজনেফটের ১৯ শতাংশ শেয়ার কিনে নেবে, যার আর্থিক মূল্য ৯ বিলিয়ন ডলার বা ৭২ হাজার কোটি টাকা। উপসাগরীয় সম্পদশালী দেশটির এমন ঘোষণায় হাফ ছেড়ে বাঁচলো রুশ তেল জায়ান্ট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন মতে, দোহার এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবেও ইতিবাচক ফল বয়ে আনতে পারে। কারণ কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরবের সাথে ক্রেমলিন সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এমন সময়ে দোহাও ক্রেমলিনের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাবে। এছাড়া ব্যবসায়িক লাভের দিক তো রয়েছেই।

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply