সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

|

ছবি: সংগৃহীত।

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক জটিলতার।

এবারে চলুন জেনে আসা যাক, সারাদিন কানে ইয়ারফোন লাগিয়ে রাখলে কী ক্ষতি হয়।

১। মাথা যন্ত্রণা: দীর্ঘ সময় ইয়ারফোন ব্যবহার করলে কানের পর্দায় চাপের তারতম্য ঘটে। ফলে কান ও সংলগ্ন এলাকায় ব্যথা হতে পারে। ইয়ারফোনের অতিরিক্ত ব্যবহার বৃদ্ধি করতে পারে মাইগ্রেনের সমস্যাও। এছাড়া দীর্ঘক্ষণ বেশি শব্দে ইয়ারফোন ব্যবহার করলে মাথা ঘোরার সমস্যাও দেখা দিতে পারে।

২। শ্রবণশক্তি হ্রাস: দিনের পর দিন বেশি আওয়াজসহ ইয়ারফোন ব্যবহার করলে স্বল্প ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। একটানা উচ্চগ্রামের শব্দে কানের স্নায়ুগুলিও ক্ষতিগ্রস্ত হয়।

৩। সংক্রমণ: দীর্ঘক্ষণ ইয়ারফোন পরে থাকলে কানের ভেতর বায়ু চলাচল করতে পারে না। ফলে কানের ভিতরের আর্দ্র পরিবেশে জীবাণু সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। পাশাপাশি ইয়ারফোনে জমে থাকা ব্যাক্টেরিয়া থেকেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বিশেষ করে যাদের আগে থেকেই কানে সংক্রমণের সমস্যা রয়েছে তাদের ইয়ারফোন থেকে বিরত থাকাই ভালো। তবে বিশেষজ্ঞদের মতে যদি কানে লাগিয়ে শুনতেই হয় তবে ইয়ারফোনের বদলে হেডফোন ব্যবহার করা কানের পক্ষে বেশি ভালো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply