কোরআন শরীফ পোড়ানো নিয়ে দাঙ্গা; মধ্যপ্রাচ্যের ২ রাষ্ট্রকে দুষছে সুইডেন

|

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন শরীফ পোড়ানোকে কেন্দ্র করে সুইডেনে দাঙ্গা ছড়ানোর পেছনে বিদেশি রাষ্ট্রের ইন্ধনকে দোষারোপ করলেন দেশটির আইন ও বিচারমন্ত্রী।

বুধবার (২০ এপ্রিল) মরগ্যান জোহানসন নামের ওই মন্ত্রী আভাস দেন, এর পেছনে থাকতে পারে মধ্যপ্রাচ্যের কোনো দেশ। সম্ভাব্য নাম হিসেবে ইরান ও ইরাকের প্রতি ইঙ্গিত করেন তিনি। খবর আল জাজিরার।

পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় গেলো সপ্তাহ থেকেই উত্তাল দেশটি। সংঘাতে আহত হয়েছে ২৪ জন পুলিশ এবং ১৪ বিক্ষোভকারী। তাছাড়া, আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: জি২০ এর বৈঠকে রাশিয়া অংশ নেয়ায় বয়কট করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা

পাল্টা পদক্ষেপ হিসাবে, মুসলিমবিরোধী র‍্যালির ডাক দিয়েছে দেশটির ইসলামবিদ্বেষী কট্টর ডানপন্থিরা। দেশটির অভিবাসন বিরোধী রাজনীতিক রাসমুস পালুদান চলতি মাসেই নির্বাচনী প্রচারণায় জ্বালিয়ে দেয় কোরআন শরীফ। এ কর্মকাণ্ডে, সুইডেনে ছড়ায় অসন্তোষ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply