পোল্যান্ডে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫

|

ছবি: সংগৃহীত

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ শ্রমিক। এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন। বুধবার পাবুয়াবিজ্জা শহরের খনিতে হয় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে মিথেন গ্যাসের চাপে দু’দফা বিস্ফোরণ ঘটেছে খনিটিতে। উদ্ধারকর্মীসহ কমপক্ষে ২০ দগ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। অ্যাম্বুলেন্স এবং হাসপাতালের জরুরি কর্মীরা খনি অঞ্চলে রয়েছেন।
আরও পড়ুন: আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply