ইউক্রেনের সেনারা যে প্রতিরোধ গড়ে তুলেছে তা বিস্ময়কর: বাইডেন

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে প্রতিরোধ গড়ে তুলেছে তা বিস্ময়কর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউজে শীর্ষ প্রতিরক্ষা উপদেষ্টাদের সাথে এক বৈঠকে তিনি এ কথা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বাইডেন বলেন, ধারণার চেয়েও শক্তভাবে মস্কোর মোকাবিলা করছে কিয়েভ। ঐক্যবদ্ধ জোটের লক্ষ্য আর শক্তিমত্তায় বড় ধরনের ধাক্কা খেয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

জো বাইডেন আরও বলেন, ভাবতেও পারিনি ইউক্রেনের সেনারা এতটা অদম্য আর আত্মমর্যাদা সম্পন্ন হবেন। যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর পরামর্শ আর সামরিক সহায়তায় তারা দুর্দান্ত কাজ করছে। প্রতিদিনই অস্ত্র, গোলাবারুদের চালান যাচ্ছে সেখানে। মিত্ররা দারুণভাবে সমর্থন দিচ্ছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে ভ্লাদিমির পুতিন নিশ্চয়ই চিন্তাও করেননি এভাবে ঐক্যবদ্ধ ন্যাটোর মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বিশ্বজুড়ে সার সংকট
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply