জাতীয় দলের সাবেক পেসার সামি আর নেই

|

ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক পেসার সামিউর রহমান সামি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন তিনি। হৃদরোগজনিত জটিলতায়ও ভুগছিলেন সামি।

১৯৮৬ সালের ৩১ মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু, সেটিতে বাংলাদেশ দলের পেসার ছিলেন সামিউর রহমান। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সামিউর রহমান সামি ছিলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলা ক্রিকেটার। যদিও তার আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি বড় হয়নি। খেলেছেন মাত্র দু’টি ওয়ানডে। ক্রিকেট ছাড়ার পর তিনি যোগ দেন বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিসিয়াল হিসেবে। ফার্স্ট ক্লাস এবং লিস্ট ‘এ’ মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে ২৮ ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন ১৩৬ ম্যাচে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply