ইরানের ওপর নিষেধাজ্ঞার এজেন্ডা নিয়ে মধ্যপ্রাচ্যে পম্পেও

|

ইরানের ওপর জোরালো নিষেধাজ্ঞার এজেন্ডা নিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ত্রিদেশীয় সফরের শুরুতেই শনিবার রিয়াদ পৌঁছেছেন তিনি।

সেখানে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা-অবরোধ আরোপের জন্য এসময় সৌদি নেতাদের প্রভাবিত করেন তিনি। বলেন, দেশটির উসকানিমূলক আচরণ আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি এবং তা মার্কিন নীতির পরিপন্থি । সৌদি প্রশাসন অনেক দিন থেকেই ইয়েমেনের হুতি গোষ্ঠীকে অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহের জন্য তেহরানকে দায়ী করে আসছে।

২০১৫ সালে ইরানের সাথে হওয়া ছয় পরাশক্তির চুক্তি বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। তাই, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও’র রিয়াদ-জেরুজালেম-আম্মান সফরের মূল এজেন্ডা ঠিক করা হয়েছে তেহরান।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply