বিনিয়োগের প্রলোভন: টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রেফতার ১

|

সিরামিক ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে জিয়াউদ্দিন জামান নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল সোমবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বলেন, তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৩৭টি চেকবই, জাল মুদ্রা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথি জব্দ করা হয়।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনীটি জানায়, গ্রেফতার জিয়াউদ্দিন ১২টি প্রতিষ্ঠানের কর্ণধার বলে নিজেকে পরিচয় দেন। ২০০৯ সালে প্রবাসে থাকা অবস্থায় অর্থ পাচার চক্রের সাথে সখ্য তৈরি হয় জিয়াউদ্দিনের। পরে ২০১৪ সালে বিভিন্ন পণ্যের চমকদার বিজ্ঞাপন দিয়ে ব্যবসায়ীক অংশীদার বানানোর লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে জিয়াউদ্দিন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply