নির্বাচনে প্রার্থী হলেন মাহাথির মোহাম্মদ

|

Former Malaysian Prime Minister Mahathir Mohamad, candidate for opposition Alliance Of Hope, arrives on nomination day, on Langkawi island, Malaysia April 28, 2018. REUTERS/Lai Seng Sin

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। শনিবার তার সমর্থকদের নিয়ে অবকাশ দ্বীপ লাংকাউইতে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

দীর্ঘ ২২ বছর দেশটির ক্ষমতায় থাকা মাহাথির এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাথে। ভোটারদের কাছে মাহাথির জনপ্রিয়তা থাকলেও এমডিবি ফান্ডের অর্থ কেলেঙ্কারির দায় রয়েছে নাজিব রাজাকের বিরুদ্ধে । দেশটিতে পার্লামেন্টের ২২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীরা। ৯ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এরই মধ্যে শুরু হয়েছে প্রচার প্রচারণা। ক্ষমতাসীন জোটের নীল ব্যানার সমর্থকদের সাথে নিয়ে ভোটের মাঠে প্রার্থীরা। ১৯৭৬ সাল থেকে পাহাং অঙ্গরাজ্যের পেকান আসনে জয়লাভ করে আসছেন মাহাথির মোহাম্মদ ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply