নওয়াজ শরিফের আসনে জিতলেন কুলসুম নওয়াজ

|

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে উপ-নির্বাচনে ৬১ হাজার ২৫৪ ভোট পেয়ে জয়ী হলেন, পিএমএল-এন প্রার্থী ও তার স্ত্রী বেগম কুলসুম নওয়াজ।

জয় নিশ্চিতের পর, রাতেই এক জনসভায় ভাষণ দেন নওয়াজ কন্যা মরিয়ম। জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন কুলসুম নওয়াজ। কিন্তু, সমর্থকদের ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন তিনি। ভাষণে মরিয়ম নওয়াজ জানান, লাহোরের মানুষ ভোটের মাধ্যমে আদালতের রায়ের উপযুক্ত জবাব দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যে নির্দোষ এই উপ-নির্বাচনের ফলাফলই তার বড় প্রমাণ। নির্বাচনে ৪৭ হাজার ৬৬ ভোট পেয়ে নিকততম অবস্থানে রয়েছেন ইমরান খানের দল-পিটিআই প্রার্থী ড. ইয়াসমিন রশিদ। এছাড়া, পিপিপি ও জামায়াত ই ইসলামকে পেছনে ফেলে স্বতন্ত্র প্রার্থী ইয়াকূব শেখ উঠে এসেছেন তৃতীয় অবস্থানে। আগস্টে, নওয়াজের বিরূদ্ধে পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হলে, প্রধানমন্ত্রীত্ব ছাড়েন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply