‘বৈঠক ফলপ্রসূ না হলে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে’

|

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়া পর্যন্ত দেশটির ওপর বহাল রাখা হবে নিষেধাজ্ঞা। শুক্রবার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে দুই কোরিয়ার রাষ্ট্রনেতার মধ্যে হওয়া বৈঠককে স্বাগত জানান তিনি।

ধারাবাহিক টুইট বার্তায় বলেন, অবশেষে শেষ হলো কোরিয়া যুদ্ধ; এই দিনটির জন্য যুক্তরাষ্ট্র ও সব মার্কিনী গর্বিত। এরপরই ট্রাম্প জানান, লিটল রকেট ম্যান কিম জং উনের সাথে মুখোমুখি আলোচনায় বসতে চান তিনি।

এদিকে এক বিবৃতিতে, কোরিয়া বৈঠকের সফলতার ব্যাপারে আনন্দ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রশংসা করেন, দুই রাষ্ট্রনেতার সাহসিকতা আর ইচ্ছাশক্তির।

শুক্রবার, পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হয় চির বৈরী উত্তর ও দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ শান্তি চুক্তিও স্বাক্ষর করতে চায় দেশ দুটি।

ঐতিহাসিক বৈঠকের পর এ সংক্রান্ত যৌথ ঘোষণা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply