ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি দুই কোরিয়ার শীর্ষ নেতা

|

অবশেষে ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। স্থানীয় সময় সকাল ১০টার দিকে নিরাপদ অঞ্চল হিসেবে স্বীকৃত-পানমুনজোমের পিস হাউজে পৌঁছান দুই নেতা। শেষ খবর জানা পর্যন্ত সবোর্চ্চ এই দুই নেতার বৈঠক চলছে।

সীমান্ত শহরটিতে কিম জুং উনকে স্বাগত জানান মুন জে ইন। ১১ বছরের মধ্যে প্রথম আন্তঃকোরিয়া শীর্ষ সম্মেলন এটি।

বৈঠকের প্রতিপাদ্য- ‘শান্তি- এক নতুন শুরু’। দেশ দু’টির মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে, এ বৈঠককে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

দুই নেতার আলোচনায় কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ; দুই কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আনুষ্ঠানিক শান্তিচুক্তির বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। কোরীয় যুদ্ধের পর ৬৮ বছরে এবারই প্রথম দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রেখেছেন উত্তর কোরিয়ার কোনো সর্বোচ্চ নেতা। আর এই বৈঠককে কেন্দ্র করে উত্তরের সীমান্ত শহরটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিউল।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply