মঙ্গলবার রাখাইন যাচ্ছে জাতিসংঘের প্রতিনিধি দল

|

রোহিঙ্গা পরিস্থিতি ও প্রত্যাবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণে মঙ্গলবার মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবর জানিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রতিনিধিদলের সেখানে যাওয়ার কথা থাকলেও মিয়ানমারের অনাগ্রহে সেটি বাতিল হয়ে গিয়েছিল। চলতি মাসে তারা ১৫ সদস্যের প্রতিনিধিদলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়।

মিয়ানমারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধিদলের সদস্যরা সোমবার নেপিদো পৌঁছাবেন। পরের দিনই রাখাইনে যাবেন তারা।

শেষ পর্যন্ত এই সফরটি হলে, এ দফায় রোহিঙ্গাদের ওপর সহিংস নির্যাতনের পর এটিই জাতিসংঘের সবচেয়ে উচ্চপদস্থ প্রতিনিধিদলের রাখাইন সফর হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply