‘যুদ্ধাপরাধের’ জন্য রাশিয়াকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে: জার্মানি

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের বুচা শহরে ‘যুদ্ধাপরাধের’ জন্য রাশিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘অপ্রতিরোধ্য সহিংসতার’ নিন্দা করে দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিতও দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। রোববার (৩ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বুচার মেয়র বলেছেন, দীর্ঘ এক মাসের রুশ আগ্রাসনে প্রায় ৩০০ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া যাদের গণকবর দেয়া হয়নি, তারা এখনও রাস্তায় পড়ে আছেন।

এ ব্যাপারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, বুচা থেকে পাওয়া ছবিগুলি অসহনীয়, পুতিনের নিরবচ্ছিন্ন সহিংসতা নিরীহ পরিবারগুলিকে ধ্বংস করে দিচ্ছে এবং এই সহিংসতার কোনো সীমা নেই।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও বুচা শহরে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। তিনি জি-৭ সেভেন জোটকে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান।

আরও পড়ুন: রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা অসম্ভব: পেসকভ

যদিও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার দাবি বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply