পেছালো বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ

|

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ আবারও পিছিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। বুধবার সকালে, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট: সম্ভাবনা মহাকাশ’ শীর্ষক গোলটেবিল সভায়, আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব তথ্য জানান। টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের টিআরএনবি, বিটিআরসি মিলনায়তনে এ সভায় আয়োজন করে।

এর আগে, আগামী ৪ মে যুক্তরাষ্ট্রের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলইট উৎক্ষেপণের দিন নির্ধারণ করা হয়েছিলো। মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেস এক্স’ এর ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে। সকালে ‘স্পেস এক্স’ কর্তৃপক্ষ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে উৎক্ষেপণের তারিখ পেছানোর কথা জানায়। সৌরমণ্ডলের প্রতিকূল পরিস্থিতিই তারিখ পেছানোর কারণ হিসেবে উল্লেখ করেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। বক্তারা বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply