৫ ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির মূলহোতা গ্রেফতার

|

সাম্প্রতিক সময়ে ৫টি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির মূলহোতা শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার গ্রেফতারের খবর জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চের ২য় সপ্তাহে সংঘটিত ৫টি ব্যাংকের কার্ড জালিয়াতির ঘটনায় তদন্ত শেষে অভিযান চালায় সিআইডির একটি টিম। অভিযানে প্রতারক শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ল্যাপটপ, ১৪টি পাসপোর্ট, ৮টি মোবাইল ফোন ও জালিয়াতির কাজে ব্যবহার করা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়। সুপার শপ ও ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনাকাটার সময় ব্যাংক কার্ডের তথ্য চুরি করে হুবহু আরেকটি ক্লোন কার্ড তৈরি করে এই চক্র। পরে, তৈরি করা ক্লোন কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে নিত প্রতারক চক্রের সদস্যরা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply