গ্যাস লাইন বিস্ফোরণে ৭ মাসের শিশুর মৃত্যু

|

রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাস-লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে সাত মাসের এক শিশু মারা গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় শিশুটির বাবা ও মাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের দুজনেরই শরীরের ৮০ ভাগের বেশি পুড়ে গেছে।

মিরপুর ১১ এর ৪ নম্বর সড়কের ক্ষণিক নিবাস নামে ৫তলা ভবনটির নিচ তলার ওই রুমটিতে থাকতেন বাড়ির কেয়ারটেকার মানিক ও মিনা দম্পতি। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে আসেন তারা।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল নেওয়া হয়। হাসপাতালে নেয়ার পরেই  মারা যায় শিশু তামীম। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, মানিক ও মিনা দুজনেরই শরীরের ৮০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগেও এই বিল্ডিংয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply