রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে যে শর্ত দিলো যুক্তরাজ্য

|

ছবি: সংগৃহীত।

রুশ সেনারা ইউক্রেন ছাড়লেই, মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এমন মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস। শনিবার (২৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ট্রস বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলেই প্রত্যাহার করা হবে নিষেধাজ্ঞা। হুঁশিয়ারি দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞাগুলো পূর্ণ যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহারের পরই তুলে নেয়া হবে। আগামীতেও আর কোনো আগ্রাসন চালানো হবে না, এমন প্রতিশ্রুতিও দিতে হবে বলে জানান তিনি।

এদিকে রাশিয়ার ওপর জারি করা সুইফট নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শনিবার এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরই, সুইফট সিস্টেমের মাধ্যমে লেনদেন বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রধান দুটি ব্যাংকের।

আরও পড়ুন: ১৯৯৬ সাল আর বর্তমান এক নয়, তালেবানের উদ্দেশে মালালা

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পরপরই দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে পশ্চিমা জোট। নিষেধাজ্ঞার দেয়ার ক্ষেত্রে প্রথম সারিতেই ছিল যুক্তরাজ্য।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply