টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় নিহত ১০, আহত ১৬

|

কানাডার টরেন্টো শহরের একটি ব্যস্ত রাস্তার ধারে (সোমবার ২৩ এপ্রিল) পথচারীদের ওপরে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

দেশটির পুলিশপ্রধান মার্ক সন্ডার্স বলেন, সোমবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টায় এ ঘটনা ঘটেছে। কিন্তু হামলার ঘটনা এখনও পরিষ্কার নয়। চালক ইচ্ছাকৃতভাবে এটি করেছেন বলে মনে করা হচ্ছে। তবে তাকে আগে চিনত না পুলিশ।

আরও বলেন, এর সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক অস্বীকার করছি না। তবে এখন পর্যন্ত এমন কোনো সংযুক্ততা পাওয়া যায়নি।-খবর বিবিসি

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বিকেলে ফিঞ্চ এভিনিউ এলাকায় এই ঘটনা ঘটে। ব্যস্ততম সময়ে হঠাতই দ্রুতগতির একটি গাড়ি পথচারীদের ওপর উঠে পড়ে। শুরুতে এটিকে দুর্ঘটনা মনে করে পুলিশ।

তবে, চালক কয়েক দফা গাড়িটি নিয়ে জনসমাগম লক্ষ্য করে আঘাত হানলে; গুলি ছুঁড়ে পুলিশ। আটক করা হয় হামলাকারীকে। তার নাম অ্যালেক্স মিনাসেন।

উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এরসাথে, সন্ত্রাসী হামলার কোন যোগসূত্র আছে কি না; পূর্ণাঙ্গ তদন্তের পর সেটি জানাবে নিরাপত্তা বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply