কীভাবে রুশ সৈন্যদের আত্মসমর্পণ করতে হবে, দেখালো ইউক্রেনীয় ওয়েবসাইট

|

ছবি: সংগৃহীত।

কীভাবে রুশ সেনারা আত্মসমর্পণ করবে সে সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে ইউক্রেনভিত্তিক ওয়েবসাইট টেলিগ্রাফ নিউজ। শুক্রবার (২৫ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে জানা যায় এমন তথ্য।

রাশিয়ান ভাষায় প্রকাশিত সেই নিবন্ধে লেখা ছিল, আপনার অস্ত্র একপাশে রাখুন, সোজা হয়ে দাঁড়ান। আপনার দু’হাত বা একটি সাদা পতাকা উঁচু করুন। উচ্চস্বরে চিৎকার করুন, ‘আমি আত্মসমর্পণ করছি!’

নিবন্ধে আরও লেখা হয়, যারা আত্মসমর্পণ করবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। সরঞ্জাম এবং অস্ত্র হস্তান্তর করার জন্য
দেওয়া হবে আর্থিক পুরষ্কারও। তাছাড়া, তাদের পরিস্থিতি বোঝানোর জন্য তাদের পরিবার বা বন্ধুদের কাছে কল করার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন: পশ্চিমা নিষেধাজ্ঞা মস্কোকে প্রভাবিত করবে, এমন ভাবনা ‘বোকামি’: সাবেক রুশ প্রেসিডেন্ট

রুশ ভাষায় প্রকাশিত সেই নিবন্ধে আরও উল্লেখ করা হয়, যারা অস্ত্র ত্যাগ করবে তাদের যুদ্ধবন্দী হিসাবে রাখা হবে। তবে যুদ্ধ বন্ধ হলে তাদের মুক্তি দেওয়া হবে এবং রাশিয়ায় ফেরার সুযোগ দেয়া হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply