রাশিয়াকে থামাতে অনেক দেরি করে ফেলেছে ইউরোপ: জেলেনস্কি

|

ফাইল ছবি

রাশিয়াকে থামাতে অনেক দেরি করে ফেলেছে ইউরোপ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনে ভাষণে তিনি এমন মন্তব্য করেছেন। বিবিসির এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনে রাশিয়ার ধ্বংসযজ্ঞ ও ক্ষতির চিত্র তুলে ধরেন এবং ইউক্রেনকে সমর্থনে ইউরোপ ঐক্যবদ্ধ হওয়ায় তাদেরকে ধন্যবাদও জানান তিনি। স্পষ্ট ভাষায় তিনি ইউরোপীয় নেতাদের বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করার মতো শক্তিশালী পদক্ষেপ নেয়ায় ইউক্রেন ইউরোপীয় দেশগুলোর কাছে কৃতজ্ঞ।

নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত একটু দেরি হয়ে গেছে বলে উল্লেখ করে জেলেনস্কি বলেন, রাশিয়াকে ঠেকানোর একটা সুযোগ ছিল, যদি শুরু থেকেই প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা দেয়া হতো তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে যেতে পারত না। জেলেনস্কি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের অনুরোধ অনুমোদন করার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধ করে বলেন, আপনারা এ বিষয়ে অন্তত দেরি করবেন না।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply