পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি ইমরান খান

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্টে আজ অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। খবর দ্য ডনের।

মোট ৩৪২ আসনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ম্যাজিক ফিগার ১৭২। কিন্তু ইমরানের নিজের দল পিটিআইয়ের সংসদ সদস্য ১৫৫ জন। তবে এরই মধ্যে তিন দলের ১৭ সদস্য ইমরান খানের জোট ছেড়ে বিরোধী দলে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা ইমরানের পক্ষে কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে।

এ পরিস্থিতিতেও পিছু হটতে নারাজ পাক প্রধানমন্ত্রী। সাবেক এ ক্রিকেটার বলেন, কোনো পরিস্থিতিতেই তিনি পদত্যাগ করবেন না। এমনকি ২৭ মার্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমাবেশে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক ভিডিওবার্তায় বিরোধী দলগুলোকে দেশের জন্য অশুভ শক্তি বলে আখ্যায়িত করেন। বিরোধীদলগুলো ইমরান খানের বিরুদ্ধে অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে অব্যবস্থাপনার অভিযোগ করলেও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply