নওয়াজের শূন্য আসনে উপনির্বাচন আজ

|

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে আজ উপ-নির্বাচন হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

আসনটিতে পাকিস্তান মুসলিগ লিগের হয়ে লড়ছেন নওয়াজ শরিফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরান খানের দল-তেহরিক ই ইনসাফ পাকিস্তান-পিটিআই’র প্রার্থী ড. ইয়াসমিন রশিদ, পিপিপি’র ফয়সাল মির এবং জামায়াত ই ইসলামি’র জিয়াউদ্দিন আনসারি।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ন্যাশনাল এসেম্বলির- ১২০ নম্বর আসন- লাহোরে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৮৬ জন। ২২০টি ভোট কেন্দ্রের সবগুলোকেই স্পর্শকাতর উল্লেখ করে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও রেঞ্জার্স সদস্য।

গত আগস্টে নওয়াজ শরিফের বিরূদ্ধে পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়। এরপরই ক্ষমতা থেকে সরে তিনি সরে দাঁড়ালে আসনটি শুণ্য হয়।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply