মোবাইল ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ এশিয়ায় সর্বনিম্ন

|

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেসব দেশ রয়েছে সেগুলোর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারে হার বাংলাদেশে সর্বনিম্ন। ২০১৭ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশের সাড়ে আট কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে মাত্র ২১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছেন। শতাংশের এই হার পাকিস্তানেও একই।

প্রতিবেশি দেশ নেপাল ও মিয়ানমারে মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম। তবুও এ দুই দেশে যথাক্রমে ২৮ ও ৩৫ শতাংশ মোবাইল ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করেন। টেলিকমিউনিকেশন বিষয়ক গবেষণা সংস্থা জিএসএমএ সম্প্রতি এক রিপোর্টে এসব তথ্য জানিয়েছে।

রিপোর্টে বলা হয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভয়েস কল ও এসএমএস আদান প্রদানের জন্য মোবাইল ব্যবহার করে থাকেন।

এছাড়া রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে স্পেক্ট্রাম বরাদ্দে অতিরিক্ত মূল্য নির্ধারণ এবং বেশি লাইসেন্স ফি’র কারণে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার ব্যয়বহুল। অন্যান্য খাতের চেয়ে মোবাইল খাতে সরকারি ফি ও ট্যাক্সের হার অনেক বেশি। এবং এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশের মোবাইল খাত বেশি ব্যয়বহুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply