আদালতে হাজির হননি ‘অসুস্থ’ খালেদা জিয়া, পরবর্তী শুনানি ১৪ মে

|

ফাইল ছবি

‘অসুস্থ ও শারীরিকভাবে সক্ষম’ না থাকায় খালেদা জিয়াকে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানিতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। ১০ মে শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ জজ আদালত।

মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু খালেদা জিয়াকে অসুস্থতার কারণে হাজির করা হয়নি বলে বিচারককে জানান দুদকের আইনজীবী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খালেদা জিয়াকে শুনানিতে অংশ নেয়ার ব্যবস্থা নেয়ার আর্জি জানান তিনি।

তবে এর বিরোধীতা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। একই সঙ্গে খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ করেন তাঁর আইনজীবীরা। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক ড. মো. আখতারুজ্জামান শুনানি পিছিয়ে ১০ মে নতুন দিন ধার্য করেন।

আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানি তারিখ পর্যন্ত এ মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন বর্ধিত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply