চীনে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

|

চীনে ঐতিহ্যবাহী ড্রাগন নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়া দুটি নৌকা ডুবির ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গুয়াংজু প্রদেশের একটি নদীতে মূল প্রতিযোগিতার বাছাই পর্বের আগে প্রশিক্ষণের সময় দুটি নৌকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় ৫৭ জন অংশগ্রহণকারীসহ ডুবে যায় নৌকা দুটি। তাৎক্ষণিক দু’শো কর্মী উদ্ধার কাজ চালায়। এসময় ৪০ জনকে জীবিত এবং ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রশাসন জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা লাইফ জ্যাকেট না পড়া থাকায় মৃতের সংখ্যা বেড়েছে। ১৮ জুন শুরু হবে প্রতিযোগিতার মূল পর্ব। এ বছর অংশ নিচ্ছে ১৬টি দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply