সুচি’কে হুঁশিয়ার করলেন জাতিসংঘ মহাসচিব

|

রাখাইনে সহিংসতা বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অং সান সুচিকে শেষ সুযোগ দেয়া হলো- বিবিসির হার্ড টক অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সাক্ষাৎকারে মহাসচিব আরও বলেন, রাখাইনে প্রভাব বিস্তার করে রেখেছে সেনাবাহিনী। সেই চাপ থেকে বেরিয়ে এসেই সংকট সমাধান করতে হবে সুচিকে। অন্যথায় ভবিষ্যতে ভয়ংকর পরিস্থিতি দেখতে হবে মিয়ানমারকে। সুচিকে উদ্দেশ্য করে গুতেরেস বলেন, রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধে সবধরণের চাপ প্রয়োগ করতে হবে।

এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, রাখাইন থেকে পালিয়ে আসা দুই লাখ ৪০ হাজার রোহিঙ্গা শিশু রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, মহামারী আকারে ছড়াতে পারে বিভিন্ন রোগব্যাধী।

পালিয়ে আসাদের মধ্যে অন্তঃসত্ত্বা ৫২ হাজার নারীও রয়েছেন জানিয়ে ইনিসেফ তাদের সুষ্ঠু চিকিৎসা সেবা দেয়ার আহ্বান জানিয়েছে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply