ইন্দোনেশিয়ার নদী থেকে নারী-শিশুসহ ৭৬ রোহিঙ্গা উদ্ধার

|

ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নদী থেকে নারী-শিশুসহ ৭৬ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার একটি ট্রলার থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, মিয়ানমার থেকে ঝুঁকিপূর্ণ ভাবে নদী পথে ইন্দোনেশিয়ায় ঢোকার চেষ্টা করছিলো উদ্ধারকারীরা। টানা ৯ দিন নদীতেই ছিলো বলে জানায় তারা। উদ্ধারকৃতদের মধ্যে ৮ শিশু ও ২৫ নারী রয়েছে। তাদেরকে একটি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। দেয়া হচ্ছে খাদ্য ও চিকিৎসা সেবা।

গেলো সপ্তাহে ৭০ রোহিঙ্গা নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে মিয়ানমার ছেড়ে আসে একটি নৌকা। উদ্ধারকৃত নৌকাটি সেটাই কিনা তা এখনও নিশ্চিত না। রাখাইনে দমন-পীড়নের শিকার হয়ে গেলো বছরের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৭ লাখের বেশি রোহিঙ্গা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply