সাতক্ষীরা সীমা‌ন্তে সোনার গহনা ও উট পা‌খির বাচ্চা আটক

|

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমা‌ন্তে ভারত থে‌কে অ‌বৈধভা‌বে আসার প‌থে বিপুল প‌রিমান সোনার গহনা ও উট পা‌খির বাচ্চা আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দে‌শের (বি‌জি‌বি) সদস্যরা। জব্দকৃত সোনার গহনার ম‌ধ্যে র‌য়ে‌ছে, ১১টি চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আং‌টি। এছাড়া আটক উট পাখির সংখ্যা ৭৫।

শ‌নিবার (২১ এ‌প্রিল) ভোররা‌তে সাতক্ষীরা সদর উপ‌জেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থে‌কে এসব আটক করা হয়। ত‌বে এ সময় কোন চোরাকারবারী‌কে আটক কর‌তে পা‌রে‌নি বি‌জি‌বি।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তা‌ফিজুর রহমান জানান, ভোররা‌তে সদর উপ‌জেলার পদ্মশাখরা সীমা‌ন্ত থে‌কে ৭৫টি উটপা‌খির বাচ্চা ও সকা‌লে কুশখালী থে‌কে বেশ কিছু সোনার গহনা আটক করা হ‌য়ে‌ছে।

আটক বাচ্চাগু‌লো প্রা‌ণিসম্পদ অফি‌সে নি‌য়ে পরীক্ষা-‌নিরীক্ষা করা হ‌চ্ছে। এছাড়া সোনার গহনাগু‌লোও জুয়েলা‌র্সে নি‌য়ে দাম নির্ধারণ করা হ‌বে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply