পদদলিত হয়ে ৩ রোহিঙ্গা নিহতের খবর

|

কক্সবাজারের বালুখালীতে ত্রাণ নেয়ার সময় ভিড়ে পদদলিত হয়ে দুই শিশু ও এক নারীর মৃত্যুর খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রম চালানো জাতিসংঘের অধীনস্ত সংস্থার বরাতে এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।

তবে স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ ধরনের কোনো ঘটনার তথ্য জানা নেই বলে দাবি করেছেন।

জাতিসংঘের দুটি সাহায্য সংস্থার তৈরি করা রিপোর্টে বলা হয়েছে, ‘বালুখালীর পানবাজার এলাকার রাস্তায় ত্রাণের কাপড় বিতরণের সময় দুই শিশু ও এক নারী পদপিষ্ট হয়ে মারা যান।’ তবে এএফপির রিপোর্টে জাতিসংঘের ওই দুই সংস্থার নাম উল্লেখ করা হয়নি।

‘স্থানীয়ভাবে নিয়ন্ত্রণকক্ষ প্রতিষ্ঠা এবং ত্রাণ বিতরণে কিছু নিয়মকানুন আরোপের পরও ব্যক্তিগতভাবে বিতরণ অব্যাহত রয়েছে’, রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরাও পদদলিত হওয়ার কথা জানিয়েছেন।

তবে স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কাই-কিসলু বলেছেন, বালুখালীতে শুক্রবার এক নারী ও ছয় মাসের একটি শিশু মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে। শিশুটি নিউমোনয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলেও তিনি দাবি করেন।

জাতিসংঘ বলছে, শনিবার পর্যন্ত চার লাখ ৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply