রাজধানীতে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি

|

রাজধানীর গেন্ডারিয়া ধুপখোলার ঘুণ্ডিঘর এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। সেসময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ তিন জনই গেন্ডারিয়া থানার পুলিশ। তাদের মধ্যে দুজন এএসআই ও একজন কনস্টেবল পদমর্যাদার।

আহতরা হলেন এএসআই মোহসিন আলী, এএসআই মশিউর রহমান ও কনস্টেবল বশির উদ্দিন। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

গেন্ডারিয়া জোনের উপ-পুলিশ কমিশনার ফরিদ উদ্দিন জানিয়েছেন, স্থানীয় ঘুন্ডিঘর এলাকার দিননাথ সেন রোডের ৬০/৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় ইয়াবার একটা বড় চালান বিক্রি হবে। এমন তথ্য পেয়ে পুলিশের একটি ভ্রাম্যমাণ দল অভিযান চালায়।

এ সময় বাসার ভেতর থেকে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এতে একজন পুলিশ সদস্যের পায়ে এবং অপর দুইজনের হাতে গুলি লাগে। পুলিশ পাল্টা গুলি চালালে বাসার পেছন দিয়ে মোটরসাইকেলে করে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এসময় এক নারী ও একজন পুরুষ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আহতদের উদ্ধার করে ধূপখোলা আজগর আলী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply