যুদ্ধ থামানোর ইচ্ছা নেই পুতিনের: ফ্রান্স

|

ছবি: সংগৃহীত।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এর সঙ্গে ফোনালাপে যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১২ মার্চ) এ তিন রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোনে প্রায় ৭৫ মিনিট কথা হয় রাশিয়া-ইউক্রেন সংকট ইস্যুতে।

ফ্রান্সের প্রেসিডেন্টের দফতরের বরাতে বিবিসি জানিয়েছে, ফোনালাপে পুতিন নমনীয়তা দেখাননি।

আরও জানায়, ইমানুয়েল ম্যাকরন ও ওলাফ শোলজ ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানালে পুতিন যুদ্ধ বন্ধ করবেন, এমন কোনো ইঙ্গিত দেননি। এমনকি রুশ প্রেসিডেন্টের মধ্যে যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা দেখেননি ম্যাকরন।

এ তিন নেতার মধ্যে আর কি কি বিষয়ে কথা হয়েছে, সেসব প্রকাশ করা হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে, এ তিন রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের বৈঠকের বিষয়গুলো গোপন রাখবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply