‌৭০০ বছরের বটবৃক্ষ বাঁচাতে স্যালাইন

|

সাতশ বছর ধরে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষ। তিন একর জায়গা জুড়ে রয়েছে তার বিস্তৃতী। দূরদূরান্ত থেকে পর্যটকরা হাজির হোন এই প্রাচীন বৃক্ষ দর্শনের জন্য। কিন্তু বয়সের ভারে গায়ে রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে।

আর এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর, রোগ চিহ্নিত করার জন্য শুরু করে চিকিৎসা। তাবড় চিকিৎসকরা পরীক্ষা করে যাওয়ার পর। শিকড়ে নতুন করে প্রাণ সঞ্চারে চলছে চিকিৎসা। স্যালাইনের বোতলে কীটনাশক ভরে ধীরে ধীরে শিকড়ে প্রবেশ করানো হচ্ছে। এ ঘটনা ঘটেছে ভারতের তেলঙ্গানার মেহবুবনগরে।

এদিকে মেহবুব নগরের জেলা শাসক রোনাল্ড রস নিজে তদারকি করছেন এই চিকিৎসার। তেলঙ্গানার বনদপ্তরের আধিকারিক বুধবার সরজমিনে ঘুরে দেখে গিয়েছেন বটবৃক্ষটিকে। প্রতিদিনই চলছে খোঁজ খবর নেওয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply