‘কিম জং উনের সাথে বৈঠক সফল না হলে নিষেধাজ্ঞা’

|

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে বৈঠক ফলপ্রসূ না হলে বলবৎ থাকবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সাথে যৌথ সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসময় সিআইএ পরিচালক মাইক পম্পেও’র পিয়ংইয়ং সফরের খবর নিশ্চিত করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, আসন্ন বৈঠককে কেন্দ্র করেই গোয়েন্দা প্রধান এ সফর করেন। ট্রাম্প জানান, বৈঠক সফল হওয়ার কোন সম্ভাবনা না দেখলে আলোচনায় বসবেন না তিনি। আর কিম জং উন পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত না হলে নিষেধাজ্ঞা আরোপের নীতিতে ফিরে যাবে ওয়াশিংটন। জুনের প্রথমেই দুই কোরিয়ার বেসামরিক এলাকায় ট্রাম্প-কিম বৈঠক হওয়ার কথা। তবে বৈঠকের সঠিক তারিখ ও ভেন্যু নিয়ে এখনও রয়ে গেছে মতবিরোধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply