বাংলাদেশ থেকে কর্মী নেবে আরব আমিরাত, দুই দেশের চুক্তি সই

|

বাংলাদেশ থেকে বিভিন্ন খাতের জন্য কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত। আজ বুধবার  দুবাইয়ে দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

স্মারক সাক্ষর অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী নাসের বিন থানি জুমা আল হামলি এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি নমিতা হালদার।

সই শেষে নাসের বিন থানি বলেন, বন্ধুভাবাপন্ন দেশ দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি আরও জানান, শিগগিরই বাংলাদেশ থেকে কর্মী বাছাই প্রক্রিয়া শুরু হবে। (সূত্র: খালিজ টাইমস)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply