শুক্রবার ১৫ প্রতিষ্ঠানের পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

|

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ কমে আসায় আবারও নিয়োগ পরীক্ষা নেয়া শুরু করেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। আগামী শুক্রবার (১১ মার্চ) ১৫টি সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার চাকরির পরীক্ষা পড়েছে। প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে জানা গেছে, শুক্রবার সকাল ও বিকেলে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা পড়েছে একই সময়ে। এতে বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির পরীক্ষা নেয়া শুরু করে। সব প্রতিষ্ঠান একই সময়ে পরীক্ষা নেয়ায় সে সময় প্রতি শুক্রবার গড়ে ১৫টি প্রতিষ্ঠানের চাকরি পরীক্ষা পড়ে। একই সময়ে একাধিক পরীক্ষা পড়ায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। ডিসেম্বরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চাকরির পরীক্ষা কমে যায়।

আগামী শুক্রবার যে ১৫টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষার সূচি ঠিক হয়েছে তা হলো- ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম), তথ্য অধিদফতর; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাক বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কর কমিশনারের কার্যালয়ের কর অঞ্চল-১, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ পাইকগাছা পৌরসভা খুলনা, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও সাধারণ বীমা করপোরেশন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply