এই ‘ফিফটি’র কথা ভুলে যেতে চাইবেন মোস্তাফিজ

|

স্বপ্নের মতো ক্যারিয়ার শুরুর পর মুদ্রার অপর পিঠটাও এতদিনে দেখে ফেলেছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। হয়তো এটিই মোস্তাফিজকে আরও পরিণত করে তুলবে। তবে, গতকালের দিন বাঁ হাতি এই পেসার ভুলে যেতে চাইবেন।

মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম তিন ম্যাচেই ছিলেন পরিচিত ছন্দে। দারুণ বোলিং করেছেন যদিও জেতেনি দল। আর কাল দেখা গেল বিপরীত চিত্র। রান দিলেন উদারহস্তে। ৪ ওভারে ৫৫! টি-টোয়েন্টির ৩ বছরের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা তো এই প্রথম। ওয়ানডেতেও যেটি কিনা বেমানান কাটার মাস্টারের সাথে।

মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে যেখানে মুম্বাইয়ের বোলাররা ছিলেন দারণ সপ্রতিভ, সেখানে মোস্তাফিজ রান বিলিয়েছেন দেদারসে। বেঙ্গালুরুর অন্যরা মিলে ১৬ ওভারে মাত্র ১১২ রান দিলেও মোস্তাফিজ একাই দিয়েছেন ৫৫ রান। প্রথম ওভারে ১৩, দ্বিতীয় ওভারে ১১, তৃতীয় ওভারে ১৩, শেষ ওভারে ১৮। ৪ ওভারে ১৩.৭৫ ইকোনমিতে ৫৫ রানে থাকলেন উইকেটশূন্য। এত বাজে বোলিং মোস্তাফিজ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারেই কখনো করেননি।

এর আগে, বিপিএল-এ রাজশাহী কিংসের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য থাকাটাই কাটার মাস্টারের ক্যারিয়ারে দাগ হয়ে আছে। আর নিদাহাস কাপে জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৪৮ রান দিলেও সেবার ৩টি উইকেট শিকার করেছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের খরুচে ৫ বোলিং ফিগার

null

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply