বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পররাষ্ট্রমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

|

বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পররাষ্ট্রমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ মার্চের আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বোধসম্পন্ন তারা ৭ মার্চের ভাষণ শুনে বুঝতে পারে, এই ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু। ৭ মার্চ বঙ্গবন্ধুর দেয়া ভাষণ জাতিসংঘের সব দাফতরিক ভাষায় ভাষান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের ৮১টি মিশনে ৭ মার্চ উদযাপন করা হচ্ছে। এই বক্তব্য কেবল বাঙালির জন্য নয়, অন্যান্য স্বাধীনতাকামী মানুষের জন্যও গুরুত্বপূর্ণ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু একমাত্র নেতা, যিনি দলকে সংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply