পুতিনকে টেক্কা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৬ দফা

|

বরিস জনসন। ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে বিশ্বনেতাদের আবারও নতুন করে ভাবার কথা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার (৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বরিস জনসন বলেছেন, যেকোনো মূল্যে ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন চালাচ্ছে অবিলম্বে সেটি বন্ধের জন্য বিশ্ব নেতাদেরকে আবার নতুন করে ভাবতে হবে। আমরা যদি তা না করি তাহলে ইতিহাসবিদরা নয় ইউক্রেনের জনগণই তাদের কাঠগড়ায় আমাদেরকে বিচার করবে।

পুতিনকে চাপে রাখতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ৬ দফা পরিকল্পনা নিয়েছেন।

দফাগুলো হলো-

  • ইউক্রেনের জন্য বিশ্ব নেতাদের একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ গঠন করা উচিত।
  • ইউক্রেনীয়রা আত্মরক্ষার চেষ্টা করছেন। তাদের সর্বাত্মক সমর্থন করা উচিত।
  • রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে।
  • ইউক্রেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কাজ করতে হবে।
  • যুদ্ধের কূটনৈতিক নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে, তবে সেটা করতে হবে ইউক্রেনের বৈধ সরকারকে সাথে নিয়েই।
  • ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে হবে।

সোমবার (৭ মার্চ) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে অনুষ্ঠেয় বৈঠকে নিজের বার্তা তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেছেন বরিস জনসন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply