‘দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে তারেক রহমানকে’

|

বিএনপি’র দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই মন্তব্য করেন তিনি।

ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ‘বাংলাদেশের উন্নয়ন গল্প : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। পরে প্রশ্নোত্তর পর্বে জানান, তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে ব্রিটিশ সরকারের সঙ্গে তাঁর কথা হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, পালিয়ে আসাদের প্রত্যাবাসনে যৌথ উদ্যোগের কথা বললেও যথেষ্ট আন্তরিক নয় মিয়ানমার। আন্তর্জাতিক সম্প্রদায়কে নেইপিদোর ওপর আরও চাপ তৈরির আহ্বানও জানান শেখ হাসিনা।

একটি পরিবারের অর্ধেক সদস্যদের ফিরিয়ে নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়েছে বলে চালানো প্রচারণা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। এর আগে, অনুষ্ঠানের মুল ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply