তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে শিশুসহ নিহত ৩

|

শীতকালীন তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা। গেলো ২ দিনের তুষার ঝড়ে প্রাণ গেছে শিশুসহ অন্তত ৩ জনের।

মার্কিন আবহাওয়া অধিদপ্তর বলছে, মিনিয়াপোলিসের বিভিন্ন সড়কে ২০ ইঞ্চি পর্যন্ত তুষার পাত রেকর্ড করা হয়েছে। নিরাপত্তার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক চার শতাধিক ফ্লাইট। এছাড়া রোববার মিনেসোটা, উইসকনসিন এবং মিশিগানসহ বেশকিছু এলাকায় তুষার ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। এসময় বন্যার প্রভাব দেখা দিতে পারে বলেও জানানো হয়। এরই মধ্যে ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন এলাকায়। ব্যহত হচ্ছে যানচলাচল। সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েক দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply