কাশ্মিরে শিশু গণধর্ষণ ও হত্যার ঘটনায় দুই বিজেপি নেতা বরখাস্ত

|

জম্মু-কাশ্মিরের শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যের দুই বিজেপি নেতাকে বরখাস্ত করলো কেন্দ্রীয় সরকার।

রাজ্যের বিজেপি সভাপতি বিবৃতিতে জানান,উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় বন ও পরিবেশ মন্ত্রী লাল সিং এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দন প্রকাশ গঙ্গাকে বরখাস্ত করা হলো। এর আগেই অভিযুক্ত দুই নেতা নিজেরা পদত্যাগপত্র জমা দেন।

জানুয়ারি মাসে সংখ্যালঘু পরিবারটিকে খাস জমি থেকে উৎখাতের জন্য ৮ বছরের শিশুটিকে অপহরণ করেন রাজস্ব কর্মকর্তা সাঞ্জি রাম। এই ঘটনায় সহায়তা করে স্থানীয় চার পুলিশ কর্মকর্তা ও তার পরিবারের তিন সদস্য। চেতনানাশক ওষুধ প্রয়োগ করে শিশুটির ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। পরে মামলা হলে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় কাশ্মিরের পাশাপাশি সারা ভারতে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতের আইনে কোন অপরাধী ছাড় পাবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply