বিক্ষোভ দমনে শক্ত অবস্থানে যাচ্ছে কানাডা পুলিশ

|

ছবি: সংগৃহীত

টিকা বিরোধী আন্দোলন দমনে সাঁড়াশি অভিযানে যাবে কানাডা পুলিশ। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চলাকালে পুলিশের পক্ষ থেকে এ হুমকি দেয়া হয়।

দেশটিতে ৩ সপ্তাহে গড়ালো টিকা বিরোধী আন্দোলন। তবে আদালত এবং সরকারের হস্তক্ষেপে নড়বড়ে বিক্ষোভকারীদের অবস্থান। অনেকেই পিছু হঠতে বাধ্য হয়েছে। বাকিদের সরাতে গেলো দু’দিন রাজধানী অটোয়ায় চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। ধরপাকড়ের শিকার হচ্ছেন বিক্ষোভে মদদদাতা এবং আইন লঙ্ঘনকারীরা। সড়ক অবরুদ্ধ করে রাখার দায়ে অনেকেই ভোগ করছেন জরিমানা।

এর আগে টিকাবিরোধী বিক্ষোভ মোকাবিলা নিয়ে সমালোচনার জেরে কানাডার রাজধানী অটোয়ার পুলিশ প্রধান পিটার স্লোলি পদত্যাগ করেন। হাজারো ট্রাকচালকসহ অন্যদের ওই বিক্ষোভে শহরটি প্রায় অচল হয়ে পড়েছিল।

উল্লেখ্য, জানুয়ারির শেষ নাগাদ কানাডায় ছড়িয়ে পড়ে ট্রাক চালকদের ‘ফ্রিডম কনভয়’ আন্দোলন। তাদের অভিযোগ ছিলো, টিকা বাধ্যতামূলক করার পাশাপাশি কোয়ারেনটাইনের চাপে ফেলছে সরকার। সেটিকে সমর্থন জানিয়ে অন্যান্য শ্রেণি-পেশার মানুষও যুক্ত হয়েছিলেন বিক্ষোভে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply