সুইডিশ অ্যাকাডেমি প্রধানের পদত্যাগ

|

পদত্যাগ করলেন সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া সুইডিশ অ্যাকাডেমির প্রধান- সারা দানিউস। সংস্থাটির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন সহিসংতার তদন্তে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর আসে এ ঘোষণা।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দানিউস জানান, সুইডিশ অ্যাকেডেমির ইচ্ছেতে সংস্থাটির স্থায়ী সচিবের পদ ছাড়ছেন তিনি। এর আগে গেল সপ্তাহে একই ঘটনায় আরও তিন সদস্যকে বহিষ্কার করে অ্যাকাডেমি। অ্যাকাডেমির সদস্য জ্যঁ-ক্লদ আর্নল্টের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ ওঠে; যদিও কোনো অভিযোগ তিনি স্বীকার করেননি। এ ব্যাপারে তদন্ত শুরু হলেও, গেল মাসে তথ্য-প্রমাণের অভাবে অনুসন্ধান কাজ ব্যাহত হচ্ছে বলে জানান রাষ্ট্রীয় কৌঁসুলিরা। যার ধারাবাহিকতায় সুইডেনের নোবেল কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply