পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে মানুষের ঢল

|

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘ ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ প্রতীকী কর্মসূচি পালন করেছে। পরিচ্ছন্নতা বিষয়ে শহরের নাগরিকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ৯টায় নগর ভবন থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত এ প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। এতে নগরীর সব শ্রেণি পেশার মানুষ রাস্তায় ঝাড়ু দেওয়ার মাধ্যমে শহর পরিচ্ছন্নতায় অংশ নেয়। কর্মসূচিতে ১৫ হাজার ৩ শত ১৩ জন নাগরিক অংশ নেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, যার মন সুন্দর তার শহর সুন্দর; তাই আসুন সবাই মিলে আমাদের শহরকে সুন্দর করে গড়ে তুলি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply