দুই বখাটের কারাদণ্ড ও একজনকে জরিমানা

|

স্টাফ করেসপন্ডেন্ট, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রী উত্ত্যক্ত করায় দুই বখাটেকে তিন মাস করে কারাদণ্ড ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার একটার দিকে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন তাদেরকে এ দণ্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলো-উপজেলার আলাইপুর গ্রামের শেখ শাহাজাহান আলীর ছেলে শেখ রাব্বি হাসান (১৮), একই গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ হোসেন বাবু (১৮)। জরিমানাপ্রাপ্ত ফাহিম হোসেন (১৬) ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, কয়েক মাস ধরে ওই বখাটেরা উপজেলার হামিদপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রীদের মাদরাসায় যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছে।

বৃহস্পতিবারও মাদরাসার সামনে ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করতে থাকে তারা। বিষয়টি জেনে এক অভিভাবক পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে। পরে সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই বখাটেদের স্বীকারোক্তি মোতাবেক দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মনিরা পারভীনও বখাটেদের দণ্ডপ্রাপ্তি ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply