লকডাউনে মদের পার্টি করায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বরিস জনসন

|

করোনার লকডাউনের মধ্যে মদের পার্টি করায় এবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরইমধ্যে ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের আনুষ্ঠানিক প্রশ্নপত্র পাঠানো হয়েছে। খবর বিবিসি’র।

কর্তৃপক্ষ জানায়, ওই মদের পার্টির সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন ৫০ ব্যক্তিকেও পাঠানো হয়েছে প্রশ্নপত্র। ২০২০ ও ২০২১ সালে অন্তত ১২টি পার্টিতে ওই ব্যক্তিরা অংশ নিয়েছিলেন। ২০২০ সালে করোনার প্রকোপ ঠেকাতে পুরো ব্রিটেন যখন লকডাউনে অবরুদ্ধ তখন সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের বাগানে ওই পার্টির আয়োজন করেন বরিস জনসন। এরপরই তার পদত্যাগের দাবিতে শুরু হয় তোলপাড়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply