বাইডেন-পুতিন ফোনালাপ শনিবার

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সাথে চলমান উত্তেজনা নিয়ে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। খবর সিএনএন’র।

হোয়াইট হাউস জানায়, শনিবার আলোচনায় বসবেন এই দুই নেতা। ইউক্রেনে যেকোনো মুহূর্তে আগ্রাসন চালাবে রাশিয়া, যুক্তরাষ্ট্রের এমন হুঁশিয়ারির একদিন পরেই আসলো আলোচনায় বসার সিদ্ধান্ত। একে চলমান সংকট নিরসনে একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে মার্কিন কর্মকর্তারা।

এর আগে পশ্চিমা আরও কয়েকজন নেতার সাথে আলোচনায় বসেছেন হয়েছে পুতিনের। তবে সংকটে নিরসনে তা কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি। এর আগে গেল ডিসেম্বরে ফোনালাপ করেন বাইডেন-পুতিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply